ঝাড়খন্ডে এবার থেকে স্নাতক স্তরে ভর্তি হতে গেলে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি) পাশ করতে হবে। বর্তমান শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু করতে চলেছে ঝাড়খন্ড রাজ্য সরকার। এআইডিএসও এই সিদ্ধান্তকে ছাত্রস্বার্থবিরোধী বলে চিহ্নিত করে ৩১ মে রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছিল। সংগঠনের মতে, সিইউইটি প্রক্রিয়া সাধারণ পরিবারের গরিব, মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের শিক্ষার আঙিনা থেকে দূরে ঠেলে দেবে। পাশাপাশি, জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে কলেজগুলি থেকে ইন্টারমিডিয়েটের ক্লাস বাদ দেওয়ারও প্রতিবাদ জানিয়েছে তারা। এ দিন জামশেদপুর, ঘাটশিলা, সরাইকেলা, পশ্চিম সিংভূম, রাঁচি সহ রাজ্যের সর্বত্র কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পেশ করা হয়। কর্মসূচিগুলিতে সংগঠনের রাজ্যস্তরীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।