Breaking News

জেলায় জেলায় শ্রমিক সম্মেলন

উত্তর ২৪ পরগণা : ১ ডিসেম্বর এ আই ইউ টি ইউ সি–র উত্তর ২৪ পরগণা জেলা সম্মেলন শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগার হলে অনুষ্ঠিত হল৷ সম্মেলনে জুট, রেল, বিদ্যুৎ, সরকারি কর্মচারী, ব্যাঙ্ক প্রভৃতি সংগঠিত ক্ষেত্র  এবং মোটর ভ্যানচালক, আশা, আই সি ডি এস, পরিচারিকা, মিড–ডে মিল, নির্মাণ, গারমেন্টস, হকার, বিড়ি, প্রভৃতি অসংগঠিত ক্ষেত্র থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন৷

কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী–নীতির বিরুদ্ধে বক্তারা আন্দোলনের আহ্বান জানান৷ সম্মেলনে নারী–নির্যাতন বিরোধী প্রস্তাব পাশ হয়৷ আগামী ৮ জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়৷ কমরেড অমল সেনকে সভাপতি এবং কমরেড প্রদীপ চৌধুরীকে সম্পাদক করে ২৫ জনের কমিটি গঠিত হয়৷

নদীয়া : ৩০ নভেম্বর কৃষ্ণনগরে পল্লীশ্রী অফিসে অনুষ্ঠিত হল চতুর্থ নদীয়া জেলা সম্মেলন৷  এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অমল সেন বলেন, ব্যবসায়ীকরণ, বিলগ্নিকরণের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের ওপর নির্মম আক্রমণ নেমে আসছে৷ বিজেপি সরকার এনআরসি–র মধ্য দিয়ে শ্রমজীবী জনগরণের ঐক্য ভাঙতে চাইছে৷ রাজ্য সহ– সভাপতি কমরেড সুজিত ভট্টশালী অর্থনৈতিক সুবিধাবাদকে পরাস্ত করে জনবিরোধী শ্রমিকনীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ঋতুপর্ণা মহাপাত্র৷

আশা, অঙ্গনওয়াড়ি, মিড–ডে মিল কর্মী, বিড়ি, শ্রমিক, মোটর ভ্যান চালক, ওয়াটার ক্যারিয়ার ও সুইপার রাজ্য সরকারী কর্মচারীসহ বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন৷ কমরেড প্রবীর দেকে সম্পাদক ও কমরেড দীপক চৌধুরীকে সভাপতি করে এক নতুন জেলা কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৮ সংখ্যা)