বাংলাদেশে জনস্বার্থবিরোধী ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৫ লক্ষ ‘গণস্বাক্ষর সংগ্রহ অভিযান’-এর উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হল ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায়। সংগঠনের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় এবং সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক তানজিমউদ্দিন খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক মোহাম্মদ আজম (ঢাকা বিশ্ববিদ্যালয়), ‘শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন’ (শিশির)-এর আহ্বায়ক শিক্ষাবিদ রাখাল রাহা এবং বাসদ (মার্ক্সবাদী) দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
গণস্বাক্ষরে দাবি রাখা হয়, ১) প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া চলবে না। প্রতি ক্লাসে লিখিত পরীক্ষা চালু করো। পাশ-ফেল প্রথা তুলে দেওয়া চলবে না। ২) নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো চলবে না। ৩) ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি বাতিল করো। নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করো। ধারাবাহিক মূল্যায়নের নামে শিক্ষকদের হাতে নম্বর রাখা যাবে না। ৪) একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পর পর দু’টি পাবলিক পরীক্ষা বাতিল কর। ৫) প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল করো।