অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, বিনামূল্যে সার–বীজ–কীটনাশক সরবরাহ, কৃষি পেনশন, কৃষি ঋণ মকুব, কৃষিবন্ধু প্রকল্পের বকেয়া চেক বিলি, বর্গাদার–পাট্টাদার এবং রায়ত জমির অসমাপ্ত এল আর রেকর্ডের কাজ দ্রুত সম্পন্ন করা, কেন্দ্রীয় আবাসের ক্ষেত্রে দলবাজি ও কাটমানি নেওয়া বন্ধ করা ইত্যাদি নানা দাবিতে এ আই কে কে এম এস দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির ডাকে ১১ সেপ্টেম্বর বিক্ষোভ দেখান কৃষক–খেতমজুররা৷
মথুরাপুর–২ নং ব্লকে দুই শতাধিক, ক্যানিং ব্লকে হাজার, কুলতলী ব্লকে সহস্রাধিক কৃষক ও খেতমজুর বিক্ষোভ মিছিল করেন এবং জেলার ব্লক অফিসগুলিতে ডেপুটেশন দেন৷ মথুরাপুর–২ নং ব্লকে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড রেণুপদ হালদার, ক্যানিং ব্লকে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির সদস্য কমরেডস ইয়াহিয়া আখন্দ, নির্মল মণ্ডল, কুলতলী ব্লকে (ছবি) নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য কমরেডস মনোরঞ্জন পণ্ডিত ও বাপি মাইতি৷ প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি কমরেড সেখ খোদাবক্স৷ এ ছাড়া উপস্থিত ছিলেন কমরেডস সওকত সরা, সহদেব মণ্ডল, আনসার সেখ, শঙ্কর মণ্ডল, কমল দাস প্রমুখ৷ ক্যানিং–এ বিডিও দপ্তরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়৷ এরপর কমরেডস মুজিবর মণ্ডল, নির্মল মণ্ডল, খোকন আখন্দ, গোবিন্দ হালদার, প্রাণতোষ নস্কর, ইয়াদালী জমাদার ও কুদ্দুছ সরদারকে নিয়ে এক প্রতিনিধি দল বিডিও–র হাতে দাবিপত্র তুলে দেয়৷ এ ছাড়া মথুরাপুর–১নং এবং কুলপী ব্লকেও ডেপুটেশন দেওয়া হয়৷