ঘাটালে বিদ্যুৎ গ্রাহকদের কর্মশালা রাজ্যব্যাপী ক্ষুদ্রশিল্প ধর্মঘটের ডাক

 পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি বিদ্যুতের মিনিমাম চার্জ তিনগুণ ও ফিক্সড চার্জ দ্বিগুণ করা এবং স্মার্ট প্রিপেড মিটার লাগিয়ে গ্রাহকদের হয়রানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ সব রুখতে জেলা ও রাজ্য জুড়ে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে। বর্তমান পর্যায়ে বিভিন্ন এলাকায় গ্রামভিত্তিক ‘গ্রাহক প্রতিরোধ কমিটি’ গড়ে তোলার ডাক দিয়েছে অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)। সংগঠনের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা কমিটির উদ্যোগে ১১ জানুয়ারি ঘাটালের অন্নপূর্ণা আর্কেড হলে বিদ্যুৎ গ্রাহক-কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মহকুমার দু’শতাধিক বিদ্যুৎ গ্রাহক যোগ দেন। উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। প্রধান আলোচক ছিলেন রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মধুসূদন মান্না, অসিত সরকার প্রমুখ।

চার্জবৃদ্ধি ও স্মার্ট মিটার চালুর প্রতিবাদে ৩০ জানুয়ারি রাজ্যব্যাপী ক্ষুদ্রশিল্প ধর্মঘট আহ্বান করা হয়েছে। সভা থেকে অসিত সরকার ও সুব্রত মাজীকে যুগ্মআহ্বায়ক করে অ্যাসোসিয়েশনের মহকুমা সমন্বয় কমিটি গঠিত হয়।