কেন্দ্রের বিজেপি সরকার দেশের কৃষক সমাজকে এমএসপি চালুর লিখিত প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করার প্রতিবাদে লিগাল সার্ভিস সেন্টার রাজ্য জুড়ে কোর্টগুলিতে সংহতি দিবস পালন করল ১৪ মার্চ। রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেন আইনজীবীরা। তাতে এমএসপি, সরকারি ব্যবস্থাপনায় কৃষকের ফসল কেনা, ন্যায্য দামে সার, বীজ, কীটনাশক সরবরাহ, নয়া বিদ্যুৎ আইন বাতিল এবং অবিলম্বে কৃষকদের সাথে আলোচনায় বসার দাবি জানানো হয়।