Breaking News

কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে এগরা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ

 

সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ সহ ১১ দফা দাবিতে ৩০ আগস্ট মহকুমা সেচ দপ্তর ও মহকুমা শাসক অফিসে স্মারকলিপি দেওয়া হয়।

এগরা মহকুমা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি এবং দুবদা ও বারচৌকা বেসিন সংস্কার কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। দুই শতাধিক মহিলা সহ জলবন্দি এলাকার মানুষজন ওই কর্মসূচিতে সামিল হন এবং ব্যস্ততম এগরা-বাজকুল রাজ্য সড়ক অবরোধ করেন। মহকুমা শাসক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।