কামদুনির পৈশাচিক ঘটনার সাথে যুক্ত অপরাধীদের সাজা লঘু করার বিরুদ্ধে ১৩ অক্টোবর কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি, মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এবং বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি। সভায় সিপিডিআরএস-এর পক্ষে অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ, বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির পক্ষে জ্ঞানতোষ প্রামাণিক এবং নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষে মানসী রায় এবং বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ অধ্যাপক মহীদাস ভট্টাচার্য বক্তব্য রাখেন।
বিরলের মধ্যে বিরলতম এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের সাজা যেভাবে প্রমাণের অভাবে, পুলিশ এবং সিআইডি-র অপদার্থতায় হাইকোর্টে লঘু হয়ে গেল তা অত্যন্ত লজ্জাজনক বলে সকলে অভিহিত করেন। সভায় এই জঘন্য অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি, মদ নিষিদ্ধ করা এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়।