মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিরোধিতা করে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, যেখানে রাজ্য সরকার টাকার অভাবের অজুহাতে সরকারি কর্মচারী, শিক্ষক সহ বিভিন্ন ধরনের কর্মীদের প্রাপ্য ডিএ দিচ্ছেন না, মিড-ডে মিল কর্মীদের মাসে মাত্র ১৫০০ টাকা বেতন দিচ্ছেন বছরে ১২ মাসের মধ্যে ১০ মাসের– যা এ রাজ্যে প্রায় ১১ বছর বাড়ানো হয়নি। আশা, অঙ্গনওয়াড়ি, পৌর স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না, তখন রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের (যারা নিজেদের স্বেচ্ছাসেবক বলেন) এত বেতন বৃদ্ধি অযৌক্তিক ও অমানবিক।
তাঁর দাবি, বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, শ্রমজীবী মানুষের বেতন বৃদ্ধি এবং কর্মী ও শিক্ষকদের প্রাপ্য ডিএ অবিলম্বে দিতে হবে।