Breaking News

ইরানের জনগণের সংগ্রামের প্রতি সংহতি এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর

বাঙ্গালোর

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ নভেম্বর এক বিবৃতিতে বলেন, ইরানে ধর্মীয় বন্ধনের দাসত্বের শৃঙ্খল ভেঙে নারীর মুক্তি এবং ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদী ইসলামিক শাসনের বিরুদ্ধে সে দেশের গণতান্ত্রিক মনোভাবাপন্ন জনগণ, বিশেষ করে নারী ও যুবকদের বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি আমাদের পূর্ণ সংহতি জ্ঞাপন করছি৷ ইরানের তথাকথিত ‘ধর্মীয় নীতি পুলিশ’ দ্বারা ১৬ সেপ্টেম্বর এক ইরানি মহিলার নৃশংস হত্যাকে কেন্দ্র করে এই আন্দোলনের স্ফূলিঙ্গ জ্বলে ওঠে এবং তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে৷ উল্লেখ্য, ইরানের মহিলারা নির্মম মৌলবাদী নৃশংসতার মোকাবিলা করে এই আন্দোলনের সূচনা করেন এবং পরবর্তী সময়ে সে দেশের ইসলামী ফ্যাসিবাদী শাসনের দ্বারা অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে শোষিত সকল অংশের জনগণ এতে যোগদান করে৷ এই আন্দোলন দমন করতে ইরানের ফ্যাসিবাদী শাসকরা লাগামহীন পুলিশি নৃশংসতা, গণহত্যা এবং মৃত্যুদণ্ড কার্যকর করছে, চারশোর বেশি মানুষকে হত্যা করেছে, কয়েকশো মানুষকে আহত করেছে এবং মহিলা ও শিশু সহ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে রেখেছে৷ কিন্তু ইরানের অদম্য জনগণ দৃঢসঙ্কল্প নিয়ে সকল নৃশংসতাকে মোকাবিলা করে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন৷

আমরা বিশ্বের সকল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষকে এই ন্যায়সঙ্গত ঐতিহাসিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করতে এবং ফ্যাসিবাদী শাসকদের দ্বারা সমস্ত দমনপীড়ন বন্ধের দাবি উত্থাপন করার আহ্বান জানাচ্ছি৷ আমরা এই আন্দোলনের সাফল্য কামনা করছি৷

২৫ নভেম্বর ভারতীয় জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের এই বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে দেশের সব রাজ্যের রাজধানী শহরে সভা ও মিছিল সংগঠিত করার মধ্য দিয়ে ‘ইরানের সংগ্রামের প্রতি সংহতি দিবস’ পালন করার জন্য দেশের জনগণের কাছে আবেদন জানাচ্ছি৷