Breaking News

আশাকর্মীদের বিক্ষোভ কোচবিহারে

কোচবিহার জেলার পাঁচ শতাধিক আশাকর্মী ২২ সেপ্টেম্বর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান। নেতৃত্ব দেন আশাকর্মীদের জেলা সংগঠক রীনা ঘোষ, জেলা সম্পাদিকা অনিমা বর্মন, এআইইউটিইউসি-র জেলা সম্পাদক বিপুল ঘোষ। আশাকর্মীদের দাবি, উৎসাহ ভাতা ৮ ভাগে পাঠানো বন্ধ করে একসাথে দিতে হবে, স্থায়ী সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, ১০ লক্ষ টাকা অবসর ভাতা, সরকারি কর্মচারীদের মতো ছুটি ও ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন দিতে হবে। আশাকর্মীদের দুর্দশার কথা তুলে ধরেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন।