আদিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্র বিরুদ্ধে ওড়িশার ময়ূরভঞ্জে বিক্ষোভ


ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমিলিপাল জৈবমণ্ডলের পাদদেশে অবস্থিত গ্রাম্য জঙ্গলকে সংরক্ষিত জঙ্গল বলে ৬ জুন সরকারি নোটিস জারি হয়। এর বিরুদ্ধে ২০ জুন বিশোই ব্লকের নোয়াগাঁও, মনান্দা ও আশনা পঞ্চায়েতের প্রায় ১৭টি গ্রাম থেকে হাজার হাজার আদিবাসী মানুষ বাজপেয়ী মোড় থেকে মিছিল করে বিশোই তহশিল অফিসের সামনে বিক্ষোভ দেখায়।
এসইউসিআই(সি)-র বিশোই ব্লক সম্পাদক কমরেড শৈল কুমার নায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় যশীপুরের পূর্বতন এস ইউ সি আই (সি) বিধায়ক কমরেড শম্ভুনাথ নায়েক বলেন, রাজ্য সরকার গ্রাম্য জঙ্গলগুলিকে সংরক্ষিত জঙ্গল হিসাবে নোটিস জারি করে ওই গ্রামগুলিতে পুরুষানুক্রমে বসবাস করে আসা নিরীহ আদিবাসীদের উচ্ছেদ করতে চাইছে। এই নোটিস অবিলম্বে বাতিল করা, বসবাসকারীদের পাট্টা প্রদান, আদিবাসী জনগণকে জঙ্গলজাত দ্রব্য সংগ্রহ করারঅনুমতি দান ও নিরীহ আদিবাসীদের উপর বনবিভাগের অত্যাচার অবিলম্বে বন্ধ করা ইত্যাদি দাবি সভা থেকে ওঠে। স্থানীয় তহসিলদারের হাতে ৪ দফা দাবি সংবলিত এক স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশে তুলে দেওয়া হয়।