Breaking News

অ্যাবেকার ডাকে জেলায় জেলায় বিক্ষোভ

মোহনপুর, পশ্চিম মেদিনীপুর

অন্যায়-অযৌক্তিক ফিক্সড চার্জ বৃদ্ধি, মিনিমাম চার্জ বৃদ্ধি সহ নানা ফন্দিফিকির করে বিদ্যুতের বিল তিনগুণ করা, স্মার্ট মিটার ও প্রিপেড মিটার চালু করে গ্রাহকদের উপর চাপ ও হয়রানি বাড়ানোর প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র সংগঠন অ্যাবেকার নেতৃত্বে জেলায় জেলায় গ্রাহকরা বিক্ষোভ দেখান।

পশ্চিম মেদিনীপুরের মোহনপুর, নদীয়ার কৃষ্ণনগর, দার্জিলিং জেলার খড়িবাড়ি, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর সহ নানা জায়গায় বিক্ষোভ হয়। ২৭ সেপ্টেম্বর সল্টলেকে বিদ্যুৎভবনে বিক্ষোভে সামিল হন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা।

৩০ আগস্ট উত্তর ২৪ পরগণায় হাসনাবাদ ব্যবসায়ী সমিতির ঘরে অ্যাবেকার উদ্যোগে গ্রাহকসভা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস ও জেলা সম্পাদক রবীন দেবনাথ।

 

খড়িবাড়ি, দার্জিলিং
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা