Breaking News

মথুরাপুর-ঘোড়াদলে দোকান ও বাড়ি উচ্ছেদ, হকার ও দোকানদাররা আন্দোলনে

১৫ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর-ঘোড়াদল রোডের হাসপাতাল মোড় থেকে কালীতলা মোড় পর্যন্ত রাস্তার দু’পাশের প্রায় ৫০০ দোকান ও বাড়ি উচ্ছেদের চেষ্টার বিরুদ্ধে এবং পুনর্বাসনের দাবিতে মথুরাপুর ১ নং ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, মথুরাপুর পশ্চিম ও পূর্ব গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কাছে এক যোগে মিছিল করে হকার ও দোকানদাররা স্মারকলিপি জমা দেন। নেতৃত্ব দেন অল বেঙ্গল হকার্স ইউনিয়নের মথুরাপুর-ঘোড়াদল রোড ইউনিয়নের সভাপতি সুকান্ত নস্কর ও জ্যোতির্ময় হালদার, সুনন্দন কয়াল ও অজিত হালদার প্রমুখ।