বিহারের মুজফফরপুরে ১ ডিসেম্বর প্রগতিশীল শিক্ষক মঞ্চের উদ্যোগে জাতীয় শিক্ষানীতি–২০১৯ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ উদ্বোধন করেন বিহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ রবীন্দ্র কুমার রবি৷ সভাপতিত্ব করেন ডঃ বিজয় কুমার জয়সওয়াল, পরিচালনা করেন রামপ্রীত রায়৷ জাতীয় শিক্ষানীতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশিস রায়৷ নয়া জাতীয় শিক্ষানীতি কেন শিক্ষা, শিক্ষক এবং জনস্বার্থের বিরুদ্ধে, তাঁর আলোচনায় সেই বিশ্লেষণ উঠে আসে৷
সেমিনারে উপস্থিত সাহিত্যিক ব্রহ্মানন্দ ঠাকুর ও শিক্ষক নেতা নাগেশ্বর প্রসাদ সিংহ জাতীয় শিক্ষানীতির ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন৷
বিহারের নানা কলেজ ও স্কুলের অধ্যাপক–শিক্ষকরা সেমিনারে উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত পেশ করেন৷