শিক্ষা কনভেনশন জলন্ধরে

জাতীয় শিক্ষানীতি–২০১৯ এর প্রতিবাদে ২৪ নভেম্বর পাঞ্জাবের জলন্ধরে গদর শহিদ স্মৃতি কমপ্লেক্সে সেভ এডুকেশন কনভেনশন অনুষ্ঠিত হয়৷

আলোচনার সূত্রপাত করেন পাঞ্জাব সেভ এডুকেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক অমিন্দার পাল সিং৷ বক্তব্য রাখেন দিল্লি সেভ এডুকেশন কমিটির সম্পাদক শিক্ষক গিরিবর সিং৷ অমৃতসর থেকে আগত বিশিষ্ট চিকিৎসক এস এস দিন্তী এনএমসি বিলের সর্বনাশা দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন৷

সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশিস রায় জাতীয় শিক্ষানীতির সর্বনাশা ও শিক্ষাবিরোধী দিকগুলিকে তুলে ধরে এর বিরুদ্ধে সারা দেশে শিক্ষা বাঁচাও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ কনভেনশন সঞ্চালনা করেন শিক্ষক গুরুদীপ সিং৷ প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে৷

কনভেনশন থেকে ১০ জনের জলন্ধর জেলা সেভ এডুকেশন কমিটি গঠিত হয় এবং জানুয়ারি মাসে অমৃতসরে ‘সেভ এডুকেশন কনভেনশন’ করার সিদ্ধান্ত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৮ সংখ্যা)