১৩ মার্চ৷ দৃপ্ত স্লোগানে সচকিত চণ্ডীগড়ের রাজপথ৷ হাজার হাজার দৃঢ় পায়ে তাঁরা এগিয়ে চলেছেন বিধানসভা ভবনের দিকে৷ মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, জলে ভিজে ফসল ফলান তাঁরা৷ নিতান্ত উন্নাসিক শহরও তাঁদের ধুলোমাখা চেহারা, ঘর্মাক্ত দেহকে উপেক্ষা করতে পারছিল না৷ হরিয়ানার প্রান্ত–প্রত্যন্ত থেকে বাসে, ট্রেনে, ট্র্যাক্টরে চেপে অথবা পায়ে হেঁটে …
Read More »