শিক্ষার সার্বিক বেসরকারিকরণ, পণ্যায়ন ও সাম্প্রদায়িকীকরণের নীল নক্সা জাতীয় শিক্ষানীতি–২০১৯ বাতিলের দাবিতে দেশব্যাপী শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আগামী ২৬–২৯ নভেম্বর হায়দরাবাদ শহরে অনুষ্ঠিত হতে চলেছে এআইডিএসও–র নবম সারা ভারত ছাত্র সম্মেলন৷ এই ছাত্র সম্মেলনের আহ্বান ইতিমধ্যেই দেশের ছাত্রসমাজের মধ্যে বিপুল আলোড়ন তৈরি করেছে৷ এই সম্মেলনের মূল দাবি …
Read More »