সুপ্রিম কোর্টের প্রতিনিধিদের চোখে চোখ রেখে প্রশ্ন তুললেন যাঁরা, তাঁদের অনেকেই আগে কোনও দিন একা রাস্তায় বার হননি। কেউ কেবল সংসারের জোয়াল ঠেলেই বার্ধক্য পর্যন্ত কাটিয়ে দিয়েছেন। কিন্তু শাহিনবাগের আন্দোলন মঞ্চে তাঁরাই অভিভাবকের মতো আগলে রেখেছেন তরুণ প্রতিবাদীদের। দু’মাস কেটে গেছে, তাঁরা রাস্তায়। লাগাতার চলছে ধরনা। কখনও স্লোগান, কখনও বত্তৃতা …
Read More »