সীমাহীন অত্যাচারে যন্ত্রণায় ছটফট করতে করতেই দাসপ্রভুদের বিরুদ্ধে সেদিন রুখে দাঁড়িয়েছিলেন সবচেয়ে দামি ক্রীতদাস স্পার্টাকাস। তাঁকে হিংস্র সিংহের মুখে ছুঁড়ে ফেলেছিল দাসপ্রভুদের দল। তাঁর জ্যান্ত শরীর খুবলে নিয়েছিল, দেহের চামড়া টেনে তুলেছিল। ঘটনাটা সেদিন খুবই উপভোগ করেছিল ধর্মের ধ্বজাধারী দাসপ্রভুদের দল। স্পার্টাকাসের মৃত্যু হলেও পৃথিবী তাঁকে সম্মানের সঙ্গে স্মরণ করে। …
Read More »