প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, শিক্ষার উপযুক্ত পরিকাঠামো, প্রয়োজনীয় শিক্ষক, সরকারি স্কুলে পর্যাপ্ত তহবিলের দাবিতে ২ জানুয়ারি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে মিছিল করে৷ ছাত্র–শিক্ষক–অভিভাবক সহ বহু মানুষ এতে অংশগ্রহণ করেন৷ মান্ডি হাউস থেকে শুরু হয়ে পার্লামেন্টের দিকে এগোলে পার্লামেন্ট স্ট্রিটে পুলিশ মিছিলের গতিরোধ করে৷ সেখানে বিক্ষোভ …
Read More »