ন্যানো আর নাই তাহার ইন্তেকালের অমোঘ ঘোষণাটি হইয়া গিয়াছে৷ বিগত জুন মাসে গুজরাটের সানন্দ কারখানায় ‘শিল্পায়নের মডেল’ বলিয়া বিজ্ঞাপিত সে গাড়ির মাত্র একটি প্রতিনিধি দুনিয়ার আলো দেখিতে পাইয়াছিল৷ আগামী দিনগুলিতে আর একটিরও অদৃষ্টে তেমন সম্ভাবনা নাই৷ রবীন্দ্রনাথের কাদম্বিনীর এক নবরূপ ধারণ করিয়া সে আসিয়াছিল এবং মরিয়া একটি সত্যকে প্রমাণ করিয়া …
Read More »