১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার ফলে হরিয়ানার রোহতক জেলায় কয়েক লক্ষ আদিবাসী ও বনবাসী ভিটেমাটি থেকে উচ্ছেদের সম্মুখীন হতে চলেছেন৷ তাঁদের অধিকার রক্ষার্থে ৫ জুলাই রাষ্ট্রপতির উদ্দেশে স্মারকলিপি দেওয়া হল এসইউসিআই(সি)–র রোহতক জেলা কমিটির পক্ষ থেকে৷ দলের জেলা সম্পাদক কমরেড হরিশ কুমার বলেন, ‘‘স্বাধীনতার আগে ভারতে জমিদার–মহাজন–ঠিকাদার-পুলিশ …
Read More »