ইতিহাসবিদের গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ দেশমান্য ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে বাঙ্গালোরে অসম্মান ও গ্রেপ্তার করার প্রতিবাদে শিল্পী সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পরে বাঙ্গালোরে যেভাবে দেশমান্য ইতিহাসবিদ রামচন্দ্র গুহের উপর পুলিশি অভব্যতা এবং তাঁকে …
Read More »