উত্তর ২৪ পরগণা : ২২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে সিএএ, এনপিআর এবং এনআরসি প্রতিরোধে নাগরিক কনভেনশন হয়। এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন, দেশের অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রের গভীর সংকটকে আড়াল করবার জন্য মোদি সরকার এই ভয়াবহ পদক্ষেপ নিচ্ছে। একে গণআন্দোলনের মধ্য দিয়ে পরাস্ত করতে হবে। …
Read More »![](https://ganadabi.com/wp-content/uploads/2020/03/iPiccy-collage_5e5735f1b2cea-660x330.jpg)