বাইক-ট্যাক্সি চালকদের দীর্ঘ আন্দোলনের জয় ঘোষিত হল। এআইইউটিইউসি অনুমোদিত কলকাতা সাবার্বন বাইক-ট্যাক্সি অপারেটার্স ইউনিয়নের দাবি ছিল, বাইক-ট্যাক্সি পরিষেবাকে আইনি স্বীকৃতি দিতে হবে। এদের উপর পুলিশি জুলুম বন্ধ করতে হবে। ৬ এপ্রিল কলকাতার কসবায় পরিবহণ ভবনে রাজ্যের পরিবহণ দপ্তরের আধিকারিকরা ও অ্যাপ-নির্ভর (ওলা, উবের, র্যাপিডো) কোম্পানিগুলির প্রতিনিধি এবং অ্যাপ-নির্ভর পরিবহণ শ্রমিক …
Read More »