পাশ করলেই ভর্তি হওয়া যাবে না৷ বেশি নম্বর পেলেও নয়৷ তোলাবাজদের খুশি করার মতো টাকা থাকা চাই৷ তার পরিমাণটা ৩০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার– কোথাও কোথাও ৮০ হাজার বা তারও বেশি৷ এটা দিতে হবে ইউনিয়নের দাদাদের৷ এমন অলিখিত ফরমান রাজ্যের কলেজগুলিতে বহু স্বপ্ন নিয়ে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের মধ্যে …
Read More »