টানা ১৪ দিন ছাত্রদের অনশন আন্দোলনের পর শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হল কলকাতা মেডিকেল কলেজের উন্নাসিক কর্তৃপক্ষ৷ আরও একবার আন্দোলনের বিজয় প্রত্যক্ষ করল রাজ্যবাসী৷ এই আন্দোলনে সামিল ছাত্রছাত্রী এবং অসংখ্য ছাত্র–চিকিৎসক–অভিভাবক-বুদ্ধিজীবী-সাধারণ মানুষ যাঁরা পাশে দাঁডিয়েছেন, তাঁদের সংগ্রামী অভিনন্দন জানানো হয়েছে অল ইন্ডিয়া ডিএসও–র পক্ষ থেকে৷ সমস্ত ছাত্রের জন্য স্বচ্ছ …
Read More »