সঞ্জয় সাঠে, নাসিকের পেঁয়াজ চাষি, যাঁকে মার্কিন প্রেসিডেন্টের সামনে কৃষিতে ‘আচ্ছে দিনের’ মুখ বলে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী, সেই সঞ্জয় ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে পাওয়া ১০৬৪ টাকা পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীরই কাছে৷ ‘আচ্ছে দিনের’ ভারতে ওই ক’টা টাকায় তো আর পরিবারের পেটে ভাত জুটবে না, তাই আচ্ছে দিনের ফেরিওয়ালাই বরং নিন …
Read More »