আত্মঘাতী কত চাষি, হিসেব দিল না কেন্দ্র

সংবাদপত্রের পাতা থেকে

দেশে কত জন চাষি আত্মহত্যা করেছেন, এ বারও সেই তথ্য প্রকাশ করল না কেন্দ্র৷ ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র প্রকাশিত রিপোর্টেও চাষিদের আত্মহত্যার পরিসংখ্যান নেই৷

২০১৫ থেকে এই রিপোর্টে চাষিদের আত্মহত্যার তথ্য থাকছে না৷ অভিযোগ, ২০১৯–এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে তথ্য গোপন রাখা হয়েছে৷ এ বার ২০১৭–এর মহারাষ্ট্রের বিজেপি সরকার তথ্যের অধিকার আইনে জানিয়েছে, তাদের আমলে গত ৪ বছরে দিনে গড়ে ৮ জন চাষি আত্মহত্যা করেছেন৷ ২০১৫ থেকে ২০১৮– চার বছরে ১২,০২১ জন চাষি আত্মহত্যা করেছেন৷     

(আনন্দবাজার পত্রিকা : ২৪.১০.’১৯)

(গণদাবী : ৭২ বর্ষ ১২ সংখ্যা)