Breaking News

মিড–ডে মিল বেসরকারিকরণের কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ

ফাইল চিত্র, কলকাতা ২৭.২.১৮

মিড–ডে মিল প্রকল্পকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সারা বাংলা মিড–ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পণ্ডা ২০ অক্টোবর এক বিবৃতিতে বলেন, সংবাদে প্রকাশ, কেন্দ্রীয় সরকার মিড–ডে মিল প্রকল্পকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এর ফলে সরকার বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের দুপুরের খাবার নিয়ে ব্যবসা করার সুযোগ করে দেবে এবং মিড–ডে মিল প্রকল্প বেসরকারি সংস্থার লাভ করার ক্ষেত্র হিসাবে পরিগণিত হবে৷ মুনাফার দৃষ্টিকোণ থেকে দেখার ফলে খাদ্যের গুণমান অবশ্যই কমে যাবে৷ এ ছাড়াও সারা দেশের লক্ষ লক্ষ বিদ্যালয়ে কোটি কোটি টাকা ব্যয়ে মিড–ডে মিল প্রকল্পের জন্য নির্মিত গৃহ, রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হবে৷ শুধু তাই নয়, এই প্রকল্পে সারা দেশে ২৮ লক্ষাধিক কর্মী কাজ করেন৷ এই সিদ্ধান্তের ফলে তাঁরা কাজ হারাবেন৷

আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে তা বাতিল করার দাবি জানাচ্ছি৷ দাবি করছি, মিড–ডে মিল প্রকল্পকে আরও উন্নত করার জন্য ও পুষ্টিকর খাদ্য ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ কেন্দ্র ও রাজ্য সরকারকে বরাদ্দ করতে হবে এবং মিড–ডে মিল কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে৷ সমস্ত মিড–ডে মিল কর্মী সহ সকল স্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য এবং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহ্বান করছি৷

(গণদাবী : ৭২ বর্ষ ১১ সংখ্যা)