বেলদায় সাংস্কৃতিক অনুষ্ঠান

পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে ৫ নভেম্বর অনুষ্ঠিত হল ‘প্রেক্ষাপট’ অঙ্কন গোষ্ঠী আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷

নবীন শিল্পীদের আঁকা শতাধিক চিত্র প্রদর্শিত হয়৷ প্রথিতযশা শিল্পী ও ভাস্কর রামকিংকর বেইজ, নন্দলাল বসু,  ভিনসেন্ট ভ্যান গগ, অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও ক্যানভাসের উপর অঙ্কন করে উদ্বোধন করেন নন্দলাল বসু মেমোরিয়াল আর্টের সম্পাদক ভাস্কর অসিত সাঁই ও শিল্পী দেবায়ন কর৷ নবীন শিল্পীদের নিয়ে ‘চিত্রকলার সহজ পাঠ’ পরিচালিত হয় যা শিক্ষানবিশদের সমৃদ্ধ হতে সাহায্য করে৷ অধ্যাপক বিভূতি দে–র সভাপতিত্বে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী অপূর্ব মণ্ডল বলেন, দরিদ্র, নিপীড়িত মানুষের যন্ত্রণা তুলির টানে সমাজের সামনে হাজির করতে হবে৷ তুর্যতান সঙ্গীত গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে৷ প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশনের বেলদা শাখার শিল্পী ও অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন৷

(৭১ বর্ষ ১৫ সংখ্যা ২৩ – ২৯ নভেম্বর, ২০১৮)

 

About Ganadabi

Check Also

ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির প্রতিবাদ এআইডিএসও-র

রাজ্যজুড়ে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে চরম দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইডিএসও। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য …