Breaking News

ছবি

ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড অরুণ কুমার ভৌমিক ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন।

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড রামকুমার মণ্ডলের সমর্থনে কর্মীদের নিয়ে এক সাধারণ সভা ১২ মার্চ আমতলায় মণ্ডল ভিলাতে অনুষ্ঠিত হয়। দলের পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য সভা পরিচালনা করেন। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী এবং রাজ্য কমিটির সদস্য, ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড মাদার নস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে ১৬ মার্চ মেছেদা বিদ্যাসাগর লাইব্রেরি হলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু। উপস্থিত ছিলেন রাজ্যসম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কমল সাঁই সহ অন্য নেতৃবৃন্দ।

১৪ মার্চ মার্ক্স স্মরণদিবসে দলের শিবপুর সেন্টারে মহান নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ।

দলের কেন্দ্রীয় অফিসে পতাকা উত্তোলন ও মাল্যদান করে মহান নেতা কার্ল মার্ক্সকে শ্রদ্ধা জানান পলিটবুরো সদস্য কমরেড অসিত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পলিটবুরো সদস্য কমেরড সৌমেন বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দার্জিলিং জেলায় অ্যাবেকার ফুলবাড়ি ও সন্ন্যাসীকাটা অঞ্চল কমিটির নেতৃত্বে বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল সহ অন্যান্য দাবিতে ১৩ ফেব্রুয়ারি ফুলবাড়ি সেক্টর অফিসের সামনে বিক্ষোভ দেখান তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক। একটি বিক্ষোভ মিছিল হয়। সেক্টর অফিসের সামনে বিক্ষোভসভার পর হরিকিশোর রায় ও আব্দুল আজিজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফুলবাড়ি গ্রুপ কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেন।
সাম্যবাদী আন্দোলনের মহান শিক্ষক কমরেড লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি এলাহাবাদে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকানাথ রথ।

 

সরকারি কর্মীর স্বীকৃতি, পিএফ-ইএসআই-গ্র্যাচুয়িটি এবং ১৫ হাজার টাকা সাম্মানিক ভাতা সহ নানা দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত আশাকর্মী ইউনিয়নের ডাকে ১৪ ফেব্রুয়ারি সারা রাজ্যের ২০ হাজার আশাকর্মী ‘বিধানসভা চলো’ অভিযান উপলক্ষে বাঙ্গালোরের ফ্রিডম পার্কের বিক্ষোভ সভায় সামিল হন।
সংযুক্ত কিসান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি যে সারা ভারত শিল্প ধর্মঘট ও গ্রামীণ ভারত বনধের ডাক দেওয়া হয়েছিল, তার সমর্থনে ১৫ ফেব্রুয়ারি ত্রিপুরার আগরতলায় ওরিয়েন্ট চৌমূহনীতে এআইকেকেএমএস সহ অন্যান্য সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এআইকেকেএমএস-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তী ও সভাপতি বিভুলাল দে প্রমুখ।

 

বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কেন্দ্রিকরণের অগণতান্ত্রিক পদক্ষেপ ‘ন্যায়পাল’ নয়, শূন্যপদে স্থায়ী উপাচার্য, অধ্যাপক নিয়োগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র সংসদ চাই। ২৯ জানুয়ারি এআইডিএসও-র ডাকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ও জেলায় জেলায় ছাত্র বিক্ষোভ হয়।
দুশোটি সংগঠনের ডাকে ২২ জানুয়ারি কলকাতায় ফ্যাসিবাদ বিরোধী মিছিল ও মহাসম্মেলনে অংশ নেয় এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, এআইইউটিইউসি, সিপিডিআরএস, লিগাল সার্ভিস সেন্টার সহ অন্যান্য সংগঠন। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় বক্তব্য রাখেন এআইইউটিইউসি নেতা কমরেড নন্দ পাত্র সহ অন্যরা

 

ভারতের স্বাধীনতা আন্দোলনের শহিদ কনকলতা বরুয়া জন্মশতবর্ষ উপলক্ষে আসামের সর্বত্র আলোচনাসভা হয়। ৩ জানুয়ারি ২০২৪ শিলচরে এআইডিএসও-র উদ্যোগে সভা। আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ।
কর্ণাটকের গুলবর্গায় স্বাক্ষর সংগ্রহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে দেশ জুড়ে চলছে স্বাক্ষর সংগ্রহ।

 

এ আই ইউ টি ইউ সি দিল্লি রাজ্য কমিটির ডাকে সব শ্রমিকের নিয়মিত বেতন, ন্যূনতম বেতনের গ্যারান্টি, সামাজিক সুরক্ষা, পেনশন-পিএফের দাবিতে দিল্লির উপরাজ্যপালের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান হয় ২১ ডিসেম্বর। উপরাজ্যপালের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।

১৯৫৯ সালে খাদ্য আন্দোলনের শহিদ ও ১৯৯০ সালে বাসভাড়া বৃদ্ধি আন্দোলনে কিশোর শহিদ কমরেড মাধাই হালদার স্মরণে

৩১ আগস্ট কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে শহিদ বেদিতে মল্যদান করে শ্রদ্ধা জানান দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসপ্ল্যানেডে কমরেড মাধাই হালদারের শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, পলিটবুরো সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জী, কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী সহ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। আঞ্চলিক কমিটি ও গণসংগঠনগুলির পক্ষ থেকেও মাল্যদান করা হয়।

 

৫ আগস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষ জন্মশতবর্ষের সূচনা উপলক্ষে

রাজ্য জুড়ে অসংখ্য অনুষ্ঠান হয় । ৯টি শহরে জনসভা অনুষ্ঠিত হয়।

কলকাতার সমাবেশে বক্তব্য রাখছেন পলিটবুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য
কলকাতা
মেদিনীপুরে জনসমাবেশের একাংশ। বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড চিররঞ্জন চক্রবর্তী
জয়নগরের সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভাষ দাশগুপ্ত
শিলিগুড়ির সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা
বহরমপুরে সভায় বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ মণ্ডল
কেন্দ্রের বিজেপি সরকার ৬ মে মধ্যরাত থেকে গ্যাসের দাম আবার বাড়ালো। ফলে রান্নার গ্যাস পৌঁছল ১০২৬ টাকায়। কর্ণাটকে বাঙ্গালোরের ফ্রিডম পার্কে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই (সি)।

 

কেন্দ্রের বিজেপি সরকার ৬ মে মধ্যরাত থেকে গ্যাসের দাম আবার বাড়ালো। ফলে রান্নার গ্যাস পৌঁছল ১০২৬ টাকায়। প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)। কলকাতার এসপ্ল্যানেডে বিক্ষোভ। প্রতীকী সিলিন্ডারে আগুন দেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল।

 

২৪ এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর ৭৫ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হল কলকাতার শহিদ মিনার ময়দানে

২০২১ জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে এসইউসিআই (সি) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে ৩ ফেব্রুয়ারি জেলাশাসক দপ্তের বিক্ষোভ

 

৬ ফেব্রুয়ারি ২০২১ দেশ জুড়ে কৃষকদের চাক্কা জ্যামে অংশগ্রহন করল  চেন্নাই, তামিলনাড়ু।

 

৬ ফেব্রুয়ারি ২০২১ দেশ জুড়ে কৃষকদের চাক্কা জ্যামে অংশগ্রহন করল ত্রিশূর, কেরালা।

 

শিলিগুড়ি ১০.০৯.২০

 

কাশীপুর, পুরুলিয়া

 

ধর্মতলা ১.১০.২০

 

১ সেপ্টেম্বর সাম্রাজ‍্যবাদ বির‍োধী দিবসে কলকাতায় যৌথ বিক্ষোভ

 

নভেম্বর বিপ্লব শতবর্ষ পূর্তির সমাবেশে যোগ দিতে এলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–র এক শত প্রতিনিধি৷ ১৫ নভেম্বর কলকাতা স্টেশনে তাঁদের স্বাগত জানাচ্ছেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জী ও কমরেড সুভাষ দাশগুপ্ত৷

 

সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ট্রেনে–বাসে–মিছিল করে এসেছেন৷ আসানসোল স্টেশনে ট্রেন ধরতে আসা তেমন এক মিছিলের ছবি

 

নভেম্বর বিপ্লবের রূপকার কমরেড লেনিন।৭ নভেম্বর এসপ্ল্যানেডে লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করছেন কমরেড রণজিৎ ধর৷ দলের কেন্দ্রীয় অফিসে পতাকা উত্তোলন এবং লেনিন–স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷

 

নভেম্বর বিপ্লব আজও অনুপ্রেরণা৷নভেম্বর বিপ্লবের বিভিন্ন ছবি ও এই সম্পর্কিত দেশ–বিদেশের মনীষীদের নানা উদ্ধৃতির প্রদর্শনী৷ অনেকে এই প্রদর্শনীর ছবি তুলে নিয়েছেন, অনেকেই উদ্ধৃতি নিয়ে গেছেন লিখে৷

 

আস্ত একটা ট্রেন নিয়ে এলেন উত্তরবঙ্গের মানুষ।দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার চার জেলার কর্মী–সমর্থকরা ২০ বগির একটি ট্রেন ভাড়া করে এসেছিলেন সমাবেশে যোগ দিতে৷ কঠোর পরিশ্রম করে এর জন্য লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলেছেন তাঁরা