পশ্চিম মেদিনীপুরের বেলদা কেশিয়াড়ি মোড়ে ২৪ নম্বর রেলগেটে দ্রুত ওভারব্রিজ নির্মাণ, বেলদা-হাওড়া লোকাল ট্রেন চালু, উত্তর ও দক্ষিণ ভারতগামী এক্সপ্রেস ট্রেনের বেলদাতে স্টপেজের দাবিতে এবং অস্বাভাবিক ট্রেন লেট ও যখন তখন ট্রেন বাতিলের প্রতিবাদে ১৩ এপ্রিল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডাঃ যোগেন্দ্র নাথ বেরা। উপস্থিত ছিলেন মঞ্চের জেলা সম্পাদক সুরঞ্জন মহাপাত্র, অধ্যাপক তুহিন কান্তি দাস, অধ্যাপক ডাঃ বাসুদেব ধাড়া, প্রধান শিক্ষক দীপঙ্কর তেওয়ারি, অশোক জানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ ঘোষ, অনন্ত জানা প্রমুখ। বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক রামলাল রাঠী উপস্থিত ছিলেন।