Breaking News

বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবি, আগরতলার শিক্ষা কনভেনশনে

জাতীয় শিক্ষানীতি বাতিল, ত্রিপুরা রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, স্কুল-কলেজের উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও অধ্যাপক নিয়োগের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি, ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে ১২ এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে এক শিক্ষা কনভেনশন হয়। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক অসিত দাস। প্রতিবেদন পাঠ করেন হরকিশোর ভৌমিক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অধ্যাপক ডঃ তরুণকান্তি নস্কর। তিনি বলেন, সংবিধান স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করা হচ্ছে এই শিক্ষানীতিতে। এটি শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ ও কেন্দ্রীয়করণের একটি চতুর পরিকল্পনা ছাড়া কিছু নয়। এই শিক্ষানীতি ভারতীয় জ্ঞান পরম্পরার নামে (ইন্ডিয়ান নলেজ সিস্টেম) অপবিজ্ঞান চর্চা করছে ও ইতিহাস বিকৃত করছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সাম্প্রদায়িকীকরণের বীজ বপন করছে। কমিটি এই শিক্ষানীতি সম্পূর্ণ প্রত্যাহার করে ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষা চালু করার দাবি জানায়। শেষে পশ্চিম ত্রিপুরা জেলায় শিক্ষা আন্দোলনকে শক্তিশালী করতে একটি জেলা কমিটি গঠন করা হয়। কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ডঃ অলক সৎপথী।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৮ সংখ্যা ২-৮ মে ২০২৫ এ প্রকাশিত