Breaking News

পহেলগামে পর্যটকদের উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পর্যটকদের গুলি করে হত্যার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ২৩ এপ্রিল এক বিবৃতিতে বলেন, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু এবং ১২ জনেরও বেশি মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনায় সারা দেশের মানুষের সাথে আমরাও গভীরভাবে মর্মাহত। জানা যাচ্ছে যে, জম্মু ও কাশ্মীরে জনসংখ্যাগত পরিবর্তন (ডেমোগ্রাফিক চেঞ্জ) ঘটানোর প্রতিশোধ নেওয়ার অজুহাতে নিষিদ্ধ লস্কর-ই-তৈবা গোষ্ঠী নিয়ন্ত্রিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা করছি।

এই ঘটনা প্রমাণ করে দিল, কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার দাবি যতই করুক তারা সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ।

আমরা সরকারের কাছে দাবি করছি, নিহত ও আহত সকলের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এই পরিবারগুলির যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সাথে আমরা দাবি জানাচ্ছি, এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িত সমস্ত অপরাধীকে কঠোরতম শাস্তি দিতে হবে। জম্মু-কাশ্মীর সহ দেশের সকল অংশের মানুষের কাছে আমাদেরআবেদন, এই জঘন্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের স্বরকে তীব্রতর করুন।