১২ এপ্রিল শতাধিক কর্মী-সমর্থকের সুসজ্জিত মিছিল সহযোগে মালদা ডিএম অফিসে নমিনেশন জমা দিল এসইউসিআই(কমিউনিস্ট)। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড কালীচরণ রায় ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড অংশুধর মণ্ডলকে নিয়ে এস ইউ সি আই (সি)-র মিছিল ডিএম অফিসে পৌঁছলে হঠাৎ করেই পিছনে আসা বিজেপির বর্তমান এমপি খগেন মুর্মুর সাঙ্গোপাঙ্গরা মিছিলে উপস্থিত মহিলা কমরেডদের সঙ্গে অভব্য আচরণ করে, গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে সামনে চলে আসে। পুলিশ প্রশাসনের নির্বিকার ভূমিকায় দলের কম¹রা তীব্র ক্ষোভ প্রকাশ করলে পুলিশ ভুল স্বীকার করে। এরপর দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে যান। এসইউসিআই(সি) মালদা জেলা কমিটির পক্ষ থেকে বিজেপির এই ন্যক্কারজনক আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য খগেন মুর্মু আগে সিপিএমের নেতা ছিলেন।
মালদা জেলা সম্পাদক কমরেড গৌতম সরকার জেলার দুটি কেন্দ্রে একমাত্র বামপন্থী এস ইউ সি আই (সি) প্রার্থীদের ভোটে জয়ী করার আহ্বান জানান।