Breaking News

মহান স্ট্যালিন স্মরণে

১৮ ডিসেম্বর ১৮৭৮ – ৫ মার্চ ১৯৫৩

“এই সত্য জেনে রাখা দরকার যে, পার্টি ও রাষ্ট্রের যে বিভাগে যাঁরা কাজ করুন না কেন, কর্মীদের রাজনৈতিক চেতনার মান এবং মার্ক্সবাদ-লেনিনবাদের উপলব্ধি যত ভাল, যত উন্নত হবে, তাঁদের কাজও তত সুন্দর তত ফলপ্রদ হতে বাধ্য। বিপরীতে, কর্মীদের রাজনৈতিক চেতনার মান যত নিচু হবে, মার্ক্সবাদের উপলব্ধি যত কম হবে, কাজের ক্ষেত্রে ক্ষতি ও ব্যর্থতার সম্ভাবনাও ততই বাড়বে। ততই কর্মীদের চিন্তা ও চরিত্রের গভীরতা নষ্ট হবে। তারা নিছক হুকুম তামিল করার যন্ত্রে পরিণত হবে। এক কথায় তাদের সামগ্রিক অধঃপতনের সম্ভাবনাও ততই বাড়বে।”  —সিপিএসইউ-এর ঊনবিংশ কংগ্রেসের রিপোর্ট থেকে