সকল বেকারের কাজের দাবিতে এবং দুর্নীতি, সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতি, মদ ও মাদক প্রতিরোধে এআইডিওয়াইও-র উদ্যোগে পাটনার আইএমএ হলে অনুষ্ঠিত হল বিহার ও ঝাড়খন্ড রাজ্য জোনাল যুব কনভেনশন। কনভেনশনে তিন শতাধিক যুবক অংশগ্রহণ করেন। কনভেনশন পরিচালনা করেন সংগঠনের বিহার রাজ্য কমিটির সম্পাদক বিকাশ কুমারের নেতৃত্বে সুশান্ত সরকার ও হারাধন মাহাতো। শুরুতে কৃষক আন্দোলনে শহিদদের স্মরণে নীরবতা পালন করা হয়। কনভেনশনে উদ্বোধক ছিলেন পাটনা সায়েন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ নওল কিশোর চৌধুরী। বক্তা ছিলেন জামশেদপুর করিমসিটি কলেজের অধ্যাপক ডঃ সুভাষ চন্দ্র গুপ্তা। মূল প্রস্তাব পাঠ করেন ঝাড়খণ্ড রাজ্য কমিটির সদস্য সঞ্জয় কালিন্দী। মূল প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন অরবিন্দ কুমার এবং পতিত পাবন কুইলা। এ ছাড়াও বক্তব্য রাখেন এআইডিওয়াইও-র সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর এবং সর্বভারতীয় কমিটির সম্পাদক কমরেড অমরজিৎ কুমার ও সর্বভারতীয় কমিটির কোষাধ্যক্ষ অঞ্জন মুখার্জী।