Breaking News

বাইক ট্যাক্সি চালকদের কমার্শিয়াল পারমিটের দাবি আদায়

বাণিজ্যিক পারমিট সহ নানা দাবিতে বাইক ট্যাক্সি চালকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ১ মার্চ সল্টলেক আরটিও অফিসে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বাণিজ্যিক প্লেটের ‘পারমিট’ বাইক ট্যাক্সি চালকদের হাতে তুলে দিয়ে উদ্বোধন করেন। কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের (এআইউটিইউসি অনুমোদিত) সভাপতি শান্তি ঘোষ ও সম্পাদক দেবু সাউ পরিবহণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওই দিন সবুজ পতাকা দেখিয়ে বাণিজ্যিক বাইকের যাত্রার সূচনা করেন পরিবহণ মন্ত্রী, পরিবহণ প্রতিমন্ত্রী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অন্যান্য দাবি পূরণের জন্য পরিবহণ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন ইউনিয়ন সদস্যরা।

সভাপতি শান্তি ঘোষ বলেন, আমরা আন্দোলন করে বাণিজ্যিক পারমিট পেয়েছি। কিন্তু অন্যান্য অপূরিত দাবি– লোন পরিশোধ না হওয়া বাইকগুলোকেও অবিলম্বে বাণিজ্যিক পারমিট দেওয়া, সরকারি ‘যাত্রী সাথী’ অ্যাপ বাইক ট্যাক্সিতে অন্তর্ভুক্ত করা, বাইকের ‘ফেয়ার স্ট্রাকচার’ ঘোষণা করা, বাইক চালকদের পরিবহণ কর্মীর স্বীকৃতি দিয়ে সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করা, সকল সার্ভিস প্রোভাইডারদের (ওলা, উবের, ব়্যাপিডো) কলকাতায় দিনরাত ২৪ ঘণ্টার জন্য অফিস খুলে রাখা ইত্যাদি দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।