রাজ্যের সংশোধনাগারে ১৯৬ জন মহিলা বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এআইএমএসএস-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কল্পনা দত্ত এক বিবৃতিতে বলেন, একটি গণতান্ত্রিক দেশে এর চেয়ে লজ্জাজনক খবর আর কী হতে পারে! ঘটনা থেকে স্পষ্ট, সরকারি সংশোধনাগারেও মহিলারা নিরাপদ নন। সেখানেও তারা নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছেন।
এই ঘটনার জন্য সরকার তথা প্রশাসনকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, বাইরে থেকে পুরুষদের মহিলা সেলে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে, নাকি পুরুষ কারাকর্মীরাই এ ঘটনা ঘটাচ্ছে, তা অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে, দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে যাতে আর একটিও এমন ঘটনা না ঘটে তা সুনিশ্চত করতে হবে।