Breaking News

দিল্লিতে মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদ সিপিডিআরএস-এর

মেহরোলি এলাকায় অবস্থিত ৬০০ বছরের পুরনো আখুন্দজি মসজিদটি দিল্লি ডেভলপমেন্ট অথরিটি ৩০ জানুয়ারি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এর তীব্র নিন্দা করেছে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস।

সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক এক বিবৃতিতে বলেন, ধ্বংস করে দেওয়া বাবরি মসজিদের স্থানে রাষ্ট্রীয় উদ্যোগে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশ জুড়ে উন্মাদনা তৈরির রেশ কাটতে না কাটতেই মসজিদ ভেঙে ফেলা, উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ সংলগ্ন বিতর্কিত এলাকায় বারাণসী আদালতের পুজোর অনুমতি দেওয়া হয়েছে। ফলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে বিচারব্যবস্থা ও প্রশাসনের কাছে দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে নিরপেক্ষ ভাবে কঠোর ভূমিকা পালনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ধর্মনিরপেক্ষ চেতনাসম্পন্ন গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষের কাছে সমাজে সুস্থ পরিবেশ ও সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।