Breaking News

পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবিতে মালদায় মোটরভ্যান চালক ইউনিয়নের সম্মেলন

রাতে মোটরভ্যান চলাচল নিষিদ্ধ করা ও পুলিশি হয়রানির প্রতিবাদে চালকদের লাইসেন্স, দুর্ঘটনাজনিত বিমা ও পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবিতে ১০ জানুয়ারি এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের অষ্টম মালদা জেলা সম্মেলন সাফল্যের সাথে অনুষ্ঠিত হল মালদা কলেজ অডিটোরিয়ামে। সম্মেলনের আগে দেড় হাজারেরও বেশি মোটরভ্যান চালকের মিছিল টাউন হল থেকে শুরু হয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য সভাপতি অশোক দাস ও রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা।

মোটরভ্যান চালকদের সমাগমে অডিটোরিয়াম উপচে পড়ে। বহু চালক দাঁড়িয়েই সম্মেলনে অংশ নেন। শুরুতে শোকপ্রস্তাব পাঠ করেন ইউনিয়নের জেলা সভাপতি অংশুধর মণ্ডল। সম্পাদকীয় প্রতিবেদন ও মূল প্রস্তাব পেশ করেন ইউনিয়নের জেলা সম্পাদক কার্তিক বর্মন। প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন মোটরভ্যান চালক মেসের আলি, সুজিত ঘোষ, সুরেশ বর্মন, রুইদাস সরকার প্রমুখ। ইউনিয়নের রাজ্য সভাপতি এবং এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, যখন ইউনিয়ন ছিল না, মোটরভ্যান চালকদের ধরপাকড় করা হচ্ছিল, জেলে পোরা হচ্ছিল, সেই সময় একমাত্র তাদের পাশে দাঁড়িয়েছিল কমরেড শিবদাস ঘোষের শিক্ষায় শিক্ষিত এ আই ইউ টি ইউ সি কর্মীরা। আপনারা আজ এই সম্মেলনে এসেছেন বাঁচার প্রয়োজনে, বুঝেছেন এটা নিজেদের সংগঠন। পৃথিবীর ইতিহাস বলে শাসকরা, শোষকেরা শেষ কথা বলে না, শেষ কথা বলে শোষিত শ্রেণি। ফলে ইউনিয়নকে শক্তিশালী করলেই মোটরভ্যান চলাচল অব্যাহত থাকবে। তিনি শ্রমিক মুক্তি আন্দোলনের মহান নেতা কমরেড লেনিনের মৃত্যুশতবর্ষ পূর্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য মোটরভ্যান চালকদের কাছে আহ্বান জানান। রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা জেলায় মোটরভ্যান ইউনিয়নকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও উত্তর দিনাজপুর জেলা সম্পাদক গোপাল দেবনাথ, দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক অমৃত বর্মন, প্রাক্তন জেলা সম্পাদক আব্দুস সামাদ। সম্মেলনে অংশুধর মণ্ডলকে সভাপতি ও কার্তিক বর্মনকে সম্পাদক নির্বাচিত করে ৫১ জনের মালদা জেলা কমিটি গঠিত হয়।