বারাসাত-বনগাঁ জেলা মহিলা সম্মেলন

নারী-শিশু পাচার, ধর্ষণ, গণধর্ষণ, খুন বন্ধ করা ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, মদ সহ নানা মাদক দ্রব্য প্রসার বন্ধ করা, সমকাজে সমমজুরি এবং স্কিম ওয়ার্কার্সদের স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি দিয়ে সরকারি বেতন কাঠামোর আওতায় আনা প্রভৃতি দাবিতে ৩০ ডিসেম্বর বারাসাত-বনগাঁ জেলা এ আই এম এস এস-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগণার হাবড়া গার্লস হাইস্কুলে। সম্মেলনে দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সান্ত্বনা দত্ত। সমাপ্তি ভাষণ রাখেন এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গোপাল বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন এআই এম এস এস-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপ্না দাশগুপ্ত এবং এস ইউ সি আই (সি) দলের বারাসাত-বনগাঁ জেলা কমিটির সম্পাদক কমরেড তুষার ঘোষ। কমরেড শিবানী হালদারকে সভানেত্রী ও কমরেড ক্ষমা পণ্ডাকে সম্পাদিকা করে জেলা কমিটি গঠিত হয়।