Breaking News

দিল্লিতে স্কিম ওয়ার্কারদের বিক্ষোভ সমাবেশ

স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে ১১ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ অবস্থান ও বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। আশা, অঙ্গনওয়াডি, মিড ডে মিল এবং এনআরএলএম দপ্তরে প্রতিনিধিরা ডেপুটেশন দেন। বিভিন্ন স্কিমের ১৫টি রাজ্য থেকে হাজার হাজার কর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তাঁরা দাবি তোলেন, সমস্ত স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি দিয়ে ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা দিতে হবে, কর্মীদের অবসরকালীন বয়স ৬৫ বছর এবং অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা ঘোষণা করতে হবে, কর্মরতঅবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে, স্কিমের বরাদ্দ কমানো চলবে না, মিড ডে মিল কর্মীদের ১০ মাস নয় ১২ মাসের বেতন দিতে হবে প্রভৃতি।