Breaking News

হিমাচল প্রদেশে শিবদাস ঘোষ জন্মশতবর্ষ স্মরণে সভা

হিমাচল প্রদেশের চম্বা জেলার বনিখেতে সর্বহারার মহান নেতা ও এস ইউ সি আই (সি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে ১১ জুন এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যক্ষ জগজিৎ সিং আজাদ। সঞ্চালনা করেন শিক্ষক সুভাষ সাহিল।

মহান নেতার প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠানের পর, সভার প্রধান বক্তা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবাশিস রায় এ যুগের অন্যতম বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারায় অনুশীলন সমিতিতে বাল্যবয়সে যোগদান থেকে শুরু করে একটি সত্যিকারের সর্বহারা শ্রেণির বিপ্লবী দল এস ইউ সি আই (কমিউনিস্ট)-কে গড়ে তোলা এবং সংগঠিত করার কঠিন-কঠোর সংগ্রামের ইতিহাস বর্ণনা করেন এবং তাকে শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা শেষে কমরেড রায় বিভিন্ন শ্রোতাদের এই সংক্রান্ত প্রশ্নাবলির জবাব দেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ফিরোজ কে রোজ, শ্যাম আজনবী, কবি পূর্ণ এহসান ও এ আইএমএসএস নেত্রী কমরেড ঋতু কৌশিক। এই সভা থেকে কলকাতার সমাপনী সমাবেশে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়।