Breaking News

ত্রিপুরায় বিজেপির ব্যাপক সন্ত্রাস রাজ্যপালকে চিঠি এসইউসিআই(সি)-র

ত্রিপুরা বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পরেও বিজেপির দুষ্কৃতীরা ত্রিপুরা জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বিরোধী দলের কর্মী-সমর্থকদের মারধোর, ঘর জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি ভাঙচুর লুটপাট ইত্যাদি চলছেই। কখন এই তাণ্ডব বাহিনী এলাকায় ঢুকে লুটপাট ও সন্ত্রাস শুরু করবে সেই ভয়ে বহু গ্রাম ও শহরের মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছেন।

অবিলম্বে সন্ত্রাস বন্ধের দাবি জানিয়ে এস ইউ সি আই (সি) ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক ৬ মার্চ রাজ্যপালকে চিঠি দেন। তাতে বলা হয়েছে, নির্বাচন কমিশন, প্রশাসন ও শাসক দল মুখে শান্তির কথা বলছে এবং সর্বদলীয় বৈঠক করছে। অথচ রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে শাসক দলই। অবিলম্বে এই সন্ত্রাস বন্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে এস ইউ সি আই (সি)।