Breaking News

চ্যাংড়াবান্ধায় মহিলা বিক্ষোভ

সরকারি উদ্যোগে মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল, নারী নির্যাতন বন্ধ করা, ধর্ষণকারীদের কঠোরতম শাস্তি, সংবাদপত্র-টিভি-ইন্টারনেটে নগ্ন নারীদেহ প্রদর্শন বন্ধের দাবিতে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা বিডিও অফিসে বিক্ষোভ দেখায় এআইএমএসএস। সংগঠনের ব্লক নেত্রী কবিতা রায় বলেন, ‘অধিকাংশ নারী নির্যাতন এবং ধর্ষণের ক্ষেত্রে মূল কারণ হচ্ছে মদ অথচ রাজ্য সরকার আবার নতুন করে সরকারি উদ্যোগে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার গ্রামে গ্রামে সরকারি মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলবে। মদ নিষিদ্ধ করা এবং অশ্লীল বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিতে লাগাতার আন্দোলন গড়ে তোলার ডাক দেন সংগঠনের নেত্রীরা। পরে বিক্ষোভ মিছিল বিডিও অফিস থেকে ভিআইপি মোড় পর্যন্ত যায়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের নেত্রী ফুলমতি রায়, পম্পা রায় প্রধান, কবিতা অধিকারী প্রমুখ।