Breaking News

মিড মিল কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অবিলম্বে কার্যকর করার দাবি

মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি, বছরে বারো মাসের বেতন সহ সাত দফা দাবিতে প্রজেক্ট ডাইরেক্টরের কাছে এ আই ইউ টি ইউ সি–র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় ৩০ নভেম্বর৷ স্মারকলিপি নিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাসের নেতৃত্বে তিনজনের প্রতিনিধিদলের সাথে ডাইরেক্টরের দীর্ঘ আলোচনার  সারমর্ম জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, এ রাজ্যে মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন মাত্র দেড় হাজার টাকা, যা কেরালা, তামিলনাডু, হরিয়ানার তুলনায় অনেক কম৷ এছাড়াও বেতন দেওয়া হয় বছরে দশ মাসের৷ অন্য কেন্দ্রীয় স্কিমের আওতাভুক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ করেন যে সহায়িকারা, তাঁরা মাসে বেতন পান ৬৩০০ টাকা৷ মিড ডে মিল কর্মীর প্রতি এই বৈষম্যমূলক আচরণের বিষয়টি তুলে ধরলে আধিকারিক সহমত পোষণ করেন৷ মিড ডে মিল কর্মীদের জন্য খাবার বরাদ্দ না থাকার বিষয়টি ডল্লেখ করলে তিনি বিস্ময় প্রকাশ করেন৷ প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী হুগলির গুড়াপে এক প্রশাসনিক সভায় মিড ডে মিল কর্মীদের বেতন ১০০ দিনের কাজের প্রকল্পের অন্তর্ভুক্ত করে ৬০০০ টাকা করবার আশ্বাস দিলেও তার কিছুই হয়নি৷ ডাইরেক্টর দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তা বাস্তবায়িত করার আশ্বাস দেন৷ সংগঠনের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা৷