সরকারি বাস বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার৷ এর তীব্র প্রতিবাদ করে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৮ নভেম্বর এক বিবৃতিতে বলেন, একসময় জনসাধারণের আন্দোলনের চাপে পশ্চিমবাংলায় বিধান রায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ে সরকারি পরিবহণ ব্যবস্থা চালু হয়েছিল৷ বিগত সিপিএম সরকারের আমলে অতি কৌশলে ধীরে ধীরে সরকারি বাস কমিয়ে বেসরকারি বাস চালু করা হয় এবং ট্রাম পরিষেবাকে বাস্তবে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়৷
বর্তমানে ট্রাম পরিষেবা প্রায় বিলুপ্ত৷ সরকারি বাসের পরিষেবা যতটুকু আছে, তাকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল সরকার৷ এর ফলে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বাস বিনামূল্যে বেসরকারি বাসমালিকদের হাতে তুলে দেওয়া হবে, তাঁদের যেমন খুশি ভাডা বাডানোর অধিকার দেওয়া হবে এবং সরকারি পরিবহণের সঙ্গে যুক্ত অসংখ্য কর্মীকে ছাঁটাই করা হবে৷ আমরা রাজ্য সরকারের এই জনস্বার্থবিরোধী পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনসাধারণকে এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি৷